জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে "৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম" নামে গত ১লা অক্টোবর নতুন একটি সামাজিক সংগঠন যাত্রা শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো, সামাজিক অসঙ্গতি দূরিকরণ, শিক্ষার সঙ্কট মোকাবেলা, বেকারত্ব দূরিকরণ, সাম্প্রদায়িক সম্প্রতি তৈরি, জঙ্গিবাদ দমন, নারী নির্যাতন প্রতিরোধ ও মাদক মুক্ত সমাজ গঠন সহ সমাজের সকল অসঙ্গতি দূরিকরণের প্রত্যয় নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করেছে।
এ সংগঠনের আহবায়ক কমিটিতে রয়েছেন, নিয়াগুল গ্রামের সৌদি আরব প্রবাসী লোকমান উদ্দিন তালুকদার নেজাম, মৌলভীরচক গ্রামের সৌদি আরব প্রবাসী সোলেমান আহমদ লস্কর, চিনিরচক গ্রামের বাহরাইন প্রবাসী আব্দুল আলিম, কসকনকপুর গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী সুলতান মোঃ টিপু, হাতিডহর গ্রামের সৌদি আরব প্রবাসী বদরুল খান, চিনিরচক গ্রামের মালদ্বীপ প্রবাসী মোঃ জুয়েল রানা লস্কর ও মৌলভীচক গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুল মালেক মিরাশী।
এ সংগঠনের আহবায়ক কমিটিতে রয়েছেন, নিয়াগুল গ্রামের সৌদি আরব প্রবাসী লোকমান উদ্দিন তালুকদার নেজাম, মৌলভীরচক গ্রামের সৌদি আরব প্রবাসী সোলেমান আহমদ লস্কর, চিনিরচক গ্রামের বাহরাইন প্রবাসী আব্দুল আলিম, কসকনকপুর গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী সুলতান মোঃ টিপু, হাতিডহর গ্রামের সৌদি আরব প্রবাসী বদরুল খান, চিনিরচক গ্রামের মালদ্বীপ প্রবাসী মোঃ জুয়েল রানা লস্কর ও মৌলভীচক গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুল মালেক মিরাশী।
সংগঠন প্রতিষ্ঠা প্রসঙ্গে আহবায়ক কমিটির প্রধান সোলেমান আহমদ লস্কর বলেন, সমাজের গরীব অসহায় মানুষের কল্যাণ, সমাজে সচেতনতা বৃদ্ধি, অপরাধ নির্মূল, নিজেদের মধ্যে একতা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একদল তরুণ এ সংগঠন প্রতিষ্ঠা করেছি। তিনি ৮নং কসকনকপুর ইউনিয়নের সকল প্রবাসীদের অংশ গ্রহণ ও সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যাক্ত করে বলেন, এই সংগঠনে সকলে যার যার সামর্থ্যানুযায়ী দান করে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। কারো সামান্য দান যদি কোন গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটায় তাতেই আমাদের তৃপ্তি আর মঙ্গল রয়েছে।
মাশা'আল্লাহ।
উত্তর দিনমুছুনআল্লাহ সবাইকে কবুল করুন।