স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সোশ্যাল মিডিয়ার পরিচিতমুখ বাবর হোসাইন চৌধুরীকে জকিগঞ্জ উপজেলা পরিষদের বাজার মূল্য পর্যবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর-২০১৯ তারিখে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত স্মারক নং-উচেকা/জকি/২০১৯/০২ এর মাধ্যমে তাকে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে সংগঠক বাবর হোসাইন চৌধুরী জানান, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী আমাকে উপজেলা পরিষদের বাজার মূল্য পর্যবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন। এ কারণে আমি উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জননেতা আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !