
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রামে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্প গুচ্ছগ্রামে রোববার ভোরে আগুন লেগে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়ে পুড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, গুচ্ছগ্রামের মৃত শাকিল আহমদের স্ত্রী ফাতিহা বেগম (২৫), শিশু কন্যা বুশরা বেগম (০৩) ও মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৫০)। তাৎক্ষণিক জকিগঞ্জ থানার রাতের টহল পুলিশ আহতদের উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
বিষয়টি সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, শনিবার দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটের সময় আটগ্রাম বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে কান্নাকাটির আওয়াজ শুনে এগিয়ে যায় জকিগঞ্জ থানার দায়িত্বরত টহল পুলিশ। সেখানে গিয়ে নারী ও শিশু সহ ৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে গাড়িতে করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !