স্টাফ রিপোর্টার
সিলেট জেলা পরিষদের উদ্যোগে বেকার মহিলাদের মধ্যে মাসব্যাপী ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রামস্থ লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিলেট জেলা পরিষদের সদস্য নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরীর সভাপত্বিতে ও সাংবাদিক আহমেদুল হক চৌধুরী বেলালের পরিচালনায় শুরুতে মাসব্যাপী ফ্রি সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন লুৎফুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ঊপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মুস্তাকিম হায়দার, ৩নং কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, সিলেট জেলা পরিষদের কর্মকর্তা একে এম কামরুজ্জামান মাসুম, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষক ছালিক আহমদ চৌধুরী, ইউপি সদস্য রোসনা বেগম রফা, সংবাদকর্মী মেহেদী হেলাল, শিক্ষক আতিক হাসান ও সমাজসেবী আনোয়ার হোসেন কামালী প্রমুখ।
আগামী এক মাস প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণনার্থীদেরকে সেলাই মেশিন প্রদান করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !