স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে অবস্থিত আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনে চুরির ঘটনা ঘটেছে। একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি কম্পিউটারের পিসি ও নগদ ১৭ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছে বিদ্যানিকেতন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর রাতে অফিসকক্ষে এ চুরি হয়েছে বলে জানা গেছে।
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাস জানান, বুধবার বিদ্যালয় ছুটি দিয়ে সকল কক্ষের দরজা জানালা দপ্তরী বন্ধ করার পর শিক্ষকগণ চলে গেলে বিকাল অনুমান ৪ টা ৩০ মিনিটের সময় আমার অফিস কক্ষের ষ্টীলের দরজা-জানালা তালাবদ্ধ করে দরজায় ডাবল তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকাল অনুমান ৭ টার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের পিছনের বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম প্রধান শিক্ষকের অফিস কক্ষের দরজা খোলা দেখে আমাকে অবগত করেন। আমি দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখতে পাই প্রধান শিক্ষকের অফিস কক্ষের দরজা খোলা ও তালা ভাঙা এবং দরজার ষ্টীলের পাট বড় ছিদ্র করা। অফিসের ভেতরে প্রবেশ করে দেখতে পাই, দু'টি আলমিরায় রক্ষিত একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি কম্পিউটারের পিসি ও নগদ ১৭ হাজার টাকা চুরেরা নিয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের জরুরি কাগজপত্রও তছনছ করেছে চোরেরা।
জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান সরকার বলেন, খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে বিদ্যালয়ে গিয়ে দেখেছি। চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !