স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার রাতে তিন অফিসারকে বিদায় সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক ইমন উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ গমণ, উপজেলা সমবায় অফিসার মাহবুব হোসেন চৌধুরীর অবসরজনিত বিদায় ও উপ-পুলিশ পরিদর্শক সৈয়দ ইমরোজ তারেকের বদলী জনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা প্রজিপ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিদায়ী তিন অফিসারের স্মৃতিচারণ করে বলেন, বিদায়ী তিন অফিসার অত্যন্ত চৌকস সরকারী অফিসার ছিলেন। উনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মকাণ্ড বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা পালনের পাশাপাশি এলাকার আইন শৃংখলার উন্নয়নে উনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। জকিগঞ্জের মানুষ তাদেরকে সব সময় স্মরণ রাখবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী তিন অফিসারকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !