স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের সিলেটে বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণকালে জকিগঞ্জ বাজার থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সহ ৫ জনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রোববার সন্ধ্যা ৬ টার দিকে জকিগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা চত্ত্বরের কাছ থেকে এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পৌর ছাত্রদলের জাকির আহমদ, রাশেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের তারেক আহমদ।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। মামলা নং ১১, তারিখ-২৬/১২/২০১৮ ইংরেজী। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বরের সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল কর্মী জাকির আহমদ, তারেক ও রাশেদ আহমদকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। কোন কারণ ছাড়াই লিফলেট বিতরণকালে বিএনপি ও যুবদলের সাধারণ সম্পাদক সহ ৩ ছাত্রদল কর্মীকে আটক গণতন্ত্রের অন্তরায় বলে বিবৃতিতে তারা উল্লেখ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !