আহসান হাবীব লায়েক
জকিগঞ্জ উপজেলার ১১০নং শাহ্ শরীফ (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মুন্নীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা সদস্য নীপা রাণী বিশ্বাস, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সানজিদা রওশন শর্মিলী, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক আহসান হাবীব লায়েক, বিশিষ্ট সমাজসেবী মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাইদুর রাহমান, ম্যানেজিং কমিটির সদস্য বদরুল হক, শাহাব উদ্দিন, ম্যানেজিং কমিটির মহিলা সদস্য জাহানারা বেগম, মনোয়ারা বেগম, পান্না বেগম, সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, পপি বেগম, ফাহিমা আক্তার, জ্যোতি রাণী চন্দ, অভিভাবক লাভলী বেগম, ছালেহা আক্তার, আমিনা বেগম, ইকবাল হোসেন, মোঃ মিরাজ উদ্দিন, ইয়াফুস আলী, আব্দুল জলিল প্রমূখ।
সভায় প্রধান অতিথি মাজেদা রওশন শ্যামলী বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক যুগে কাজ করার আহবান জানান। পাশাপাশি খুব শীঘ্রই বিদ্যলয়ের টিউবওয়েল ও রাস্তা করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
সভা শেষে ফিতা কেটে সততা স্টোর উদ্বোধন ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !