রহমত আলী হেলালী
সিলেটের জকিগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান হাওলাদারের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ আব্দুন নাসেরকে আনুষ্ঠানিকভাবে বরন করা হয়েছে। শনিবার রাতে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে অবস্থিত প্রবাসী হেল্প ডেক্স ভবনে জকিগঞ্জ থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওসি (তদন্ত) সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন পুলিশ সদস্য মোঃ একলাছ মিয়া।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ খলিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ৯নং মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, ২নং বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম পানু, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার ও জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল। জকিগঞ্জ থানা পুলিশের পক্ষে অভিব্যক্তি প্রকাশ করেন এসআই কল্লোল গোষ্মামী, এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল হেলু মিয়া। পরে বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদার নবাগত ওসি মীর মোঃ আব্দুন নাসেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন। এছাড়া জকিগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসীর পক্ষে সৌদি আরব প্রবাসী আব্দুস শহীদ কালু বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদারকে ক্রেস্ট প্রদান করেন।
বক্তারা বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদারের কর্মময় জীবনের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনের সফলতা ও উন্নতি কামনা করেন। পাশাপাশি মাদক ও অপরাধ নির্মূল সহ যাবতীয় আইন শৃংখলার উন্নয়নে নবাগত ওসি মীর মোঃ আব্দুন নাসেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর কাউন্সিলর কামরুজ্জাম কমরু, আতাউর রহমান, রিপন আহমদ, মাসুদ আহমদ, এসআই সম্রাজ মিয়া, এসআই মিজানুর রহমান সরকার, এসআই ফরিদ উদ্দিন, এসআই জহিরুল ইসলাম, ইউপি সদস্য মারুফ আহমদ, ইসলাম উদ্দিন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আহসান হাবীব লায়েক, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, উপজেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সমাজকর্মী সুমন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়। এ সময় তিনি বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদারের প্রশংসনীয় স্মৃতিচারণ করে নবাগত ওসি মীর মোঃ আব্দুন নাসেরকে কিছু পরামর্শ প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !