রহমত আলী হেলালী
প্রবাসী স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে সিলেটের জকিগঞ্জে এক ৭ মাসের অন্তঃসত্ত্বা হাসিনা আক্তার মান্না (২৫) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের অভিযোগ গৃহবধুকে মারপিঠ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ওই গৃবধুর স্বামী পলাতক রয়েছে। এদিকে পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। রোববার সকল ৮ ঘটিকার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহতের ভাই আব্দুস শুক্কুর জানান, উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব খলাদাফনিয়া গ্রামের সমেদ আলীর মেয়ে হাসিনা বেগম মান্নার সাথে ৩নং কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রামের মৃত রাইয়ব আলীর ছেলে প্রবাসী আব্দুল হালিম প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধুকে বিভিন্ন সময় মানুষিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে স্বামী আব্দুল হালিম । এক পর্যায়ে নিজের জীবন দিয়ে রক্ষা পায় গৃহবধু হাসিনা বেগম মান্না। এর আগে ঘাতক আব্দুল হালিম তার এক শিশু সন্তানকে হত্যা করেছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন বলেন, আমরা গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক মর্গে প্রেরন করেছি। ময়না তদন্তের পর বলা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা করেছে বলে মনে করছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !