স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মীর মো: আব্দুন নাসের। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি জকিগঞ্জ থানায় যোগদান করে বিদায়ী অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী সেলের ইনচার্জ ছিলেন। মীর মো. আব্দুন নাসের জকিগঞ্জ থানায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) সালাহ উদ্দিন, সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেক, সাব ইন্সপেক্টর কল্লোল গোস্বামী।
সূত্র জানায়, গত ১ জুলাই জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদারকে পুলিশ সদর দপ্তর থেকে রংপুর রেঞ্জে বদলী করা হয়। তিনি ২০১৬ সালের ২৯ নভেম্বর জকিগঞ্জ থানায় যোগদান করে দীর্ঘ আড়াই বছর কর্মরত ছিলেন। বদলী আদেশের প্রায় এক মাস পর গত বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এক অফিস আদেশে নতুন ওসি মীর মো: আব্দুন নাসেরকে জকিগঞ্জ থানার ওসি হিসেবে যোগদানের আদেশ প্রদান করেন।
নবাগত ওসি মীর মো: আব্দুন নাসের যোগদান করে এক প্রতিক্রিয়ায় জানান, আল্লাহর অশেষ রহমতে মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জ মহোদয়ের অবদানে ও মাননীয় পুলিশ সুপার সিলেট মহোদয়ের অসীম কৃপায় আজ ২ আগস্ট ২০১৯ খ্রিঃ তারিখে সিলেট জেলার জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলাম। তিনি মাদক নির্মূল ও জকিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সকলের দোয়া প্রত্যাশা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !