স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের মেধাবী ছাত্র আহমদ জুবায়ের হোসেন সিলেট নগরীর স্কলার্স হোম (ইংলিশ ভার্সন) শাহী ঈদ্গাহ শাখা থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ২০১৭ সালে সে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের প্রেক্ষিতে বৃত্তি লাভ করে এবং অবৈতনিক ছাত্র হিসাবে অধ্যয়ন করে এবং ২০১৮ সালে দ্বাদশ শ্রেণিতে ফার্স্ট হয় । ইংলিশ কবিতা আবৃত্তিতে ১ম ও ইংলিশ বিতর্ক প্রতিযোগিতায় অনর্গল ইংলিশ স্পিকিং এ সকলের নজর কাড়ে।
আহমদ জুবায়ের হোসেনের গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে। তার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সিলেট জেলা ও বিভাগের প্রতিষ্ঠাতা । মা-জুমিলা বেগম একজন গৃহিণী। জুবায়ের এ ফলাফলে খুশি এবং সে এ ফলাফল তার অসুস্থ মা-কে উৎসর্গ করেছে।
সে তার এ ফলাফলের পেছনে তার মা-বাবা , শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে বলে জানিয়েছে। ভবিষ্যতে জুবায়ের সিএ (চার্টার্ড একাউন্টেড) কিংবা হাই কমিশনার হতে চায়।
সর্বোপরি, সে উন্নত নৈতিক জীবন গঠনে বরণীয় মানুষের আদর্শ অনুসরণে সুন্দর মানুষ হতে চায়। জুবায়ের সকলের দোয়া প্রার্থী ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !