স্টাফ রিপোর্টার
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আশার আলো দেখা দিয়েছে। জকিগঞ্জ উপজেলায় স্থলবন্দর নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। সম্প্রতি তিনি এ ব্যপারে ব্যবস্থা নিতে নৌপরিবহণ মন্ত্রী বরাবরে একটি ডিও লেটার দিয়েছেন।
ডিও লেটারে তিনি উল্লেখ করেন- তাঁর নির্বাচনী এলাকা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা একটি অবহেলিত জনপদ। জকিগঞ্জ উপজেলায় একটি কাস্টমস অফিস ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। যেখানে প্রতিদিন প্রচুর আমদানি-রপ্তানি হয় এবং বৈধভাবে প্রচুর লোক ভারত-বাংলাদেশে যাতায়াত করেন। কিন্তু, এখানে কোন স্থল বন্দর না থাকায় জনদদুর্ভোগের সৃষ্টি হয়।
তাই এ উপজেলায় একটি স্থলবন্দর নির্মাণে ব্যবস্থা নিতে তিনি নৌপরিবহণ মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
আমি ভারতীয় হয়ে বাংলাদেশের সরকার কে অনেক অনেক ধন্যবাদ।।।।
উত্তর দিনমুছুনআমি মাননীয় মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
উত্তর দিনমুছুনApnake onek onk donnobad prio sir hafiz ahmed mojumdar ❤❤��
উত্তর দিনমুছুন