স্টাফ রিপোর্টার
সিলেটের জকিগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ৩৭ জন দুঃস্থ ও বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। জকিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ও জকিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সহযোগীতায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার দুপুরে এই সেলাই মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এ.সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান ও ফোরামের সভানেত্রী মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভুষণ দাস, জকিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জোসনা খানম ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !