স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের প্রবাসীদের সমাজ কল্যাণ মূলক সংগঠন" বারঠাকুরী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা"র উদ্যোগে ইউনিয়নের ৩৪ টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণীর প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় স্থানীয় সোনাসার বাসষ্টেশনে সংস্থার সভাপতি সৌদী প্রবাসী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সমাজসেবী আব্দুস সাত্তার মঈন, বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন (মতি মিয়া), বিশিষ্ট ব্যাবসায়ী কাজী আজাদ আহমদ ও জাবির আহমদ।
উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সোনাসার বিকস্ ফিল্ড এর সত্বাধিকারী আব্দুল আজিজ মেম্বার, সমাজসেবী মো: নজরুল ইসলাম, সংস্থার প্রধান আহবায়ক আহমদ কয়েছ, সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, খলিল হাসান, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, নজরুল ইসলাম খান, সংস্থার প্রতিনিধি ইমরান হোসেন (লাবু), হাফিজ আহমদ ও আব্দুল ওয়াহিদ।
প্রবাস থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আহমদ হোসাইন, সিনিয়র সহ সভাপতি এইচ এম ফজলুর রহমান খান, সহ সভাপতি আহমদ হোসেন আখলাক, আমির উদ্দিন, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক মিছবাহ আহমদ, রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন সাকেল, রুহুল আমীন, প্রচার সম্পাদক কাওছার আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, নবাগত নির্বাহী সম্পাদক সুলতান আহমদ, কামাল আহমদ, নাছির উদ্দিন, আব্দুল বাতিন, জুবের আহমদ ও কামাল আহমদ।
এছাড়া বারঠাকুরী ইউনিয়ন এলাকার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুরব্বীয়ানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথিবৃন্দকে নিয়ে প্রায় দুইশতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি, ডায়রী ও কলম প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !