স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ অঞ্চলে প্রবাসীদের সংগঠন "শাহবাগ প্রবাসী ট্রাস্ট" এর অর্থায়নে ইসলামি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ সমুন্নত রাখার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল ছেলেদের জন্য শুক্রবার দিনব্যাপী এক ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় ঘাটের বাজার সংলগ্ন নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ফ্রি খতনা ক্যাম্প পরিচালনা করেন ডা: মো: হাছনাত কবির, ডা: আব্দুল্লাহ আল মাহমুদ, ডা: ওয়াসিম আকরাম, ডা: আফজাল পাটওয়ারী, ডা: শাওন আহমদ, ডা: স্বপন দাস, ডা: মঞ্জু লাল দত্ত, ডা: কিশর কুমার পাল, ডা: আহমেদ হুছাইন, ডা: ইমরান হুছাইন, ডা: জুনেদ আহমেদ, ডা: দেলোয়ার হোসেন সহ ১৫ জন চিকিৎসক।
দিনব্যাপী এ ফ্রি খতনা ক্যাম্পে এলাকার আর্থিকভাবে অসচ্ছল দেড়শতাধিক ছেলেদের খতনা ও প্রয়োজনীয় ঔষধপত্র ফ্রি প্রদান করা হয়। এছাড়া শাহবাগ প্রবাসী ট্রাস্টের মহতি এ কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী তার ব্যক্তিগত অনুদান হিসাবে প্রত্যেককে একটি করে গামছা প্রদান করেন।
দিনব্যাপী এ ফ্রি খতনা ক্যাম্প পরিচালনায় সার্বিক তত্বাবধানে ছিলেন ট্রাস্টের কার্যকরী কমিটির সদস্য লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন, শিবার আহমদ ও স্পেন প্রবাসী খায়রুল আলম প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !