Home »
» জকিগঞ্জের বিরশ্রীতে ‘বিট পুলিশিং কার্যক্রম’ শুরু
জকিগঞ্জের বিরশ্রীতে ‘বিট পুলিশিং কার্যক্রম’ শুরু
Written By zakigonj news on বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ | ১২:৪৯ AM
স্টাফ রিপোর্টার
ঘরে ঘরে পুলিশি সেবা পৌঁছে দিতে সিলেট রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়ন এলাকায় শুরু হয়েছে ‘সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম’।বুধবার বিরশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান হাওলাদার ও ২নং বিরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু প্রমূখ।সূত্র জানায়, জকিগঞ্জ থানার একজন সাব ইন্সপেক্টর ও সহকারি সাব ইন্সপেক্টর দু’জনের তত্বাবধানে বিরশ্রী ইউনিয়নে করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় জানান, জকিগঞ্জ থানাকে ইউনিয়ন ভিত্তিক কয়েকটি বিটে ভাগ করে গণবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু এবং ঘরে ঘরে পুলিশি সেবা পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে সমাজে আইনী ব্যবস্থা ঠিক রাখতে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অপরাধ নির্মূল করতে সম্মিলিত কাজ করা হবে। এছাড়া পারস্পরিক বিরোধ নিস্পত্তির কাজে সহযোগিতা করবে বিট পুলিশং কার্যক্রম।তিনি বলেন, এখন থেকে বিরশ্রী এলাকায় অপরাধ সংঘটিত হলে নির্ধারিত দু’টি মোবাইল নম্বরে খবর দেওয়া হলে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মূলত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে বিট পুলিশিং কার্যক্রম বিরশ্রী ইউপিতে শুরু হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !