স্টাফ রিপোর্টার
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়ের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বনকলা পাড়ার পান্না লালের ১২৭ নং বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে চুরি হওয়া প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের নাম্বার বিহীন অনটেস্ট সিএনজি সহ ১ জনকে আটক করেন। আটক আছকর আলী কুমিল্লা জেলার দেবীরদা থানাধীন চোলাস গ্রামের আলী আহমদের ছেলে। সে দীর্ঘদিন থেকে সিলেট নগরীর বনকলাপড়ায় বসবাস করে আসছে।
সূত্র জানায়, সিএনজি চুরির ঘটনায় সিএনজি মালিক চলতি বছরের শুরুতে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১: তারিখ-০২.০১.২০১৯ ইংরেজী, ধারা-৩৮১,৩৮০ (৩৪)। এ মামলায় মোট ৫ জনকে আসামী করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়ের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বনকলা পাড়ার পান্না লালের ১২৭ নং বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে চুরি হওয়া প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের নাম্বার বিহীন অনটেস্ট সিএনজি সহ ১ জনকে আটক করেন। আটক আছকর আলী কুমিল্লা জেলার দেবীরদা থানাধীন চোলাস গ্রামের আলী আহমদের ছেলে। সে দীর্ঘদিন থেকে সিলেট নগরীর বনকলাপড়ায় বসবাস করে আসছে।
সূত্র জানায়, সিএনজি চুরির ঘটনায় সিএনজি মালিক চলতি বছরের শুরুতে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১: তারিখ-০২.০১.২০১৯ ইংরেজী, ধারা-৩৮১,৩৮০ (৩৪)। এ মামলায় মোট ৫ জনকে আসামী করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !