আহসান হাবীব লায়েক
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বই মার্কার প্রতিনিধি আব্দুল আহাদকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন নোমানী।শুক্রবার বিকেলে জকিগঞ্জ বাজারে আয়োজিত এক সভায় তিনি এ সমর্থন প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ দেশের আলেম সমাজের মুখ উজ্জ্বল করেছেন। দেশের ৮০ হাজার মসজিদের ইমামকে মক্তব শিক্ষা দিতে নিয়োগ দিয়েছেন। কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন। দেশের প্রতিটি উপজেলায় মসজিদ নির্মাণ করেছেন। তাই বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, বাংলাদেশে ইসলামের জন্য যিনি প্রকৃত কাজ করছেন, তিনি হলেন শেখ হাসিনা। তাই আমরা সরকারের সাথে যার সুসম্পর্ক এবং জকিগঞ্জের উন্নয়নের কথা বিবেচনা করে বই মার্কার প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ কে সমর্থন প্রদান করেছি। তিনি আরও বলেন, আমাদের লোকজন আজ থেকে মাঠে নামবে। তারা সবাই একযোগে ভোট দেবে এবং ভোট সংগ্রহ করবে। জকিগঞ্জকে এগিয়ে নিতে মোঃ আব্দুল আহাদকে খুব প্রয়োজন।
অপরদিকে শনিবার শাহ্গলী বাজারে এক জনসভা করে বাংলাদেশ খেলাফত মজলিস সকল নেতৃবৃন্দ একযোগে প্রচারেও নামেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আফছার জিহাদী, সুফিয়ান আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট মুরব্বি এখলাছুর রাহমান, কৃষকলীগ নেতা জুবায়ের আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপন আহমেদ ও আব্দুল মুহিত প্রমুখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !