স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌরসভার কাঁচা বাজার থেকে ১২ জুযাড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন, পৌর এলাকার পীরেরচক গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে মোঃ মুজিবুর রহমান (৪৮), ইলিয়াস আলীর ছেলে মাখন মিয়া (৩১), মৃত মুশাহিদ আলীর ছেলে ফজলু মিয়া (৩৬), এখলাছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (১৯),কেছরী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সজিব আহমদ (৩১), মাইজকান্দি গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে আব্দুস ছালাম (৩৭), খলাছড়া ইউপির লামারগ্রামের মৃত আছার উদ্দিনের ছেলে মস্তাক আহমদ (২৫), পৌর এলাকার মাইজকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহতাব আহমদ (৪১), পীরেরচক গ্রামের এখলাছ আলীর ছেলে সেলিম আহমদ (১৯), রঞ্জিত মালাকারের ছেলে মোঃ নুর ইসলাম (৩২), আখলিছ আলীর ছেলে জুবেল আহমদ (২২) ও পঙ্গবট গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কয়ছর আহমদ (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৩ ও ৪ ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩, তাং ১০/০৩/২০১৯ ইংরেজী।
জকিগঞ্জ পৌরসভার কাঁচা বাজার থেকে ১২ জুযাড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন, পৌর এলাকার পীরেরচক গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে মোঃ মুজিবুর রহমান (৪৮), ইলিয়াস আলীর ছেলে মাখন মিয়া (৩১), মৃত মুশাহিদ আলীর ছেলে ফজলু মিয়া (৩৬), এখলাছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (১৯),কেছরী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সজিব আহমদ (৩১), মাইজকান্দি গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে আব্দুস ছালাম (৩৭), খলাছড়া ইউপির লামারগ্রামের মৃত আছার উদ্দিনের ছেলে মস্তাক আহমদ (২৫), পৌর এলাকার মাইজকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহতাব আহমদ (৪১), পীরেরচক গ্রামের এখলাছ আলীর ছেলে সেলিম আহমদ (১৯), রঞ্জিত মালাকারের ছেলে মোঃ নুর ইসলাম (৩২), আখলিছ আলীর ছেলে জুবেল আহমদ (২২) ও পঙ্গবট গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কয়ছর আহমদ (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৩ ও ৪ ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩, তাং ১০/০৩/২০১৯ ইংরেজী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !