
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের আলেম উলামা অধ্যুষিত দরগাবাহারপুর গ্রামের উলামায়ে কেরাম ও হুফফাজে কেরামদের সমন্বয়ে গঠিত সেবামূলক সামাজিক সংগঠন"দরগাবাহারপুর উলামা সোসাইটি" এর উদ্যোগে শনিবার বেলা ২ ঘটিকার সময় দরগাবাহারপুর বায়তুন নূর জামে মসজিদে গ্রামের শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷
সোসাইটির প্রধান উপদেষ্টা হাড়িকান্দী জামিয়ার শায়খুল হাদিস হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সার্বিক নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির উপদেষ্টা হেকিম মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল ওয়াহিদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সোসাইটির প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মমশাদ ও স্বাগত বক্তব্য রাথেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালাল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ আব্দুস সুবহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুমিন, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুল হাকিম ও এডভোকেট মাহবুবুর রহমান।
বক্তারা আলেমগনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন এবং সোসাইটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির নির্বাহী সভাপতি মাওলানা আজমল হোসাইন, মাওলানা আবুল হোসাইন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মাসহুদুর রহমান, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা শাহ আলম ও আব্দুল বাছিত প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !