স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারির ২ দিনব্যাপী শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে। মঙ্গলবার সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাড়িকান্দী জামিয়া পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলাম খসরু, জামিয়ার নির্বাহী মুহতামীম হাফেজ মাওলানা সিদ্দীকুর রহমান, নাইবে মুহতামীম মাওলানা রিয়াজ উদ্দীন, তরুণ আলেম মাওলানা রশীদ আহমদ ও সাংবাদিক রহমত আলী হেলালী।
মতবিনিময়কালে আসাদ উদ্দীন আহমদ শতবার্ষিকী এই মাহফিল সফলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের কওমী মাদ্রাসার উন্নয়নে আন্তরিক। যুগ যুগ ধরে রাষ্ট্রীয়ভাবে অবহেলায় থাকা কওমী মাদ্রাসায় শিক্ষিতরা দেরীতে হলেও প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দাওরায়ে হাদীসের সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স ডিগ্রীর সমমান পেয়েছে। আমরা চাই প্রতিটি কওমী মাদ্রাসা সময়োপযোগী শিক্ষা বিস্তারে এগিয়ে আসুক।
তিনি বলেন, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম একটি কওমী মাদ্রাসা। চলতি বছরে প্রতিষ্ঠানটি শতবর্ষে পদার্পণ করেছে এটা এ অঞ্চলের মানুষের নি:সন্দেহে গৌরবের বিষয়। কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর্থিক সহায়তার পরিবর্তে মুসলিম জনসাধারণের সহায়তায় দীর্ঘ এক শতাব্দি অতিক্রম করা অনেক বড় কথা। তাই জামিয়ার এই শতবার্ষিকী সম্মেলনে আমাদের সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !