
জকিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কোন ধরণের বিশৃংখলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে শনিবার শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়। শনিবার দুপুরে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে এমন অভিমত ব্যক্ত করেন।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় জকিগঞ্জে দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬১৭ জন ও ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া দাখিলে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪৪১ জন ও ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পরীক্ষা গ্রহণ চলে।
জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জামাল আহমদ এবং ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো: আজিম উদ্দিন বলেন, প্রথম দিনে অত্যান্ত সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে জকিগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !