স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কসনকপুর ইউনিয়নের ইনামতি কায়স্থকাপন গ্রামে ভাতিজা সোবহান মোল্লা কর্তৃক বয়োবৃদ্ধ অসহায় চাচা হাজী আয়াছ আলীর ভাড়িঘর ভাঙ্গচুর ও নির্যাতনের ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইউনিয়ন অফিস বাজারে ইনামতি গ্রামের আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি নেতা তাজুল ইসলামের পরিচালনায় বিশাল মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ১নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার কবিরুল হাসান, ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাসিম, কসকনকপুর গ্রামের মুরব্বী আব্দুস ছালাম, গোটারগ্রামের ছালেহ আহমদ, ইনামতি গ্রামের বদরুল ইসলাম, হাতিডহর গ্রামের আব্দুস ছাত্তার মছনু, হানিফ গ্রামের মাওলানা তৈয়বুর রহমান, কসকনকপুর গ্রামের মাহমদ হোসেন, নিয়াগুল গ্রামের আব্দুস ছাত্তার মঈন, ইনামতি গ্রামের নজরুল ইসলাম, কসকনকপুর গ্রামের আলাউদ্দিন, নির্যাতিত আয়াছ আলী ও তার মেয়ে সায়রা বেগম প্রমূখ।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আপন চাচার পাকাঘর ভাঙচুর, গাছ-বাশ কেটে নেওয়া সহ নানা অপকর্মের হোতা সোবহান মোল্লাকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যতায় এমন অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী দুর্বার আন্দোলন ঘড়ে তুলবে।
জকিগঞ্জ উপজেলার কসনকপুর ইউনিয়নের ইনামতি কায়স্থকাপন গ্রামে ভাতিজা সোবহান মোল্লা কর্তৃক বয়োবৃদ্ধ অসহায় চাচা হাজী আয়াছ আলীর ভাড়িঘর ভাঙ্গচুর ও নির্যাতনের ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইউনিয়ন অফিস বাজারে ইনামতি গ্রামের আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি নেতা তাজুল ইসলামের পরিচালনায় বিশাল মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ১নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার কবিরুল হাসান, ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাসিম, কসকনকপুর গ্রামের মুরব্বী আব্দুস ছালাম, গোটারগ্রামের ছালেহ আহমদ, ইনামতি গ্রামের বদরুল ইসলাম, হাতিডহর গ্রামের আব্দুস ছাত্তার মছনু, হানিফ গ্রামের মাওলানা তৈয়বুর রহমান, কসকনকপুর গ্রামের মাহমদ হোসেন, নিয়াগুল গ্রামের আব্দুস ছাত্তার মঈন, ইনামতি গ্রামের নজরুল ইসলাম, কসকনকপুর গ্রামের আলাউদ্দিন, নির্যাতিত আয়াছ আলী ও তার মেয়ে সায়রা বেগম প্রমূখ।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আপন চাচার পাকাঘর ভাঙচুর, গাছ-বাশ কেটে নেওয়া সহ নানা অপকর্মের হোতা সোবহান মোল্লাকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যতায় এমন অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী দুর্বার আন্দোলন ঘড়ে তুলবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !