জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি অমর একুশে বই মেলা অনুষ্ঠিত হবে। সাপ্তাহব্যাপী একুশে চেতনায় বই মেলা জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি সামছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, জাকির হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বদরুল হক খসরু ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !