স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি গ্রামে ভাতিজা সোহবান মোল্লা কর্তৃক নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ অসহায় চাচা হাজী আয়াছ আলীর পরিবারের পাশে দাঁড়ালেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ। শুক্রবার বিকেলে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হাজী আয়াছ আলীর ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ও নির্যাতিত পরিবারকে শান্তনা ও অভয় দিয়ে বলেন, কোনভাবেই এমন অমানবিক, সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবেনা। অপরাধী সোবহান মোল্লা ন্যক্কারজনক ঘটনার বিচার থেকে রেহাই পাবেনা। আদালতের মাধ্যমে তার উচিত বিচার হবে। এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের আন্তরিকতার কারণে ঘটনার কয়েক ঘন্টার মাথায় প্রধান আসামী গ্রেফতার করা সম্ভব হয়েছে। জকিগঞ্জের প্রতিটি এলাকায় সাধারণ মানুষ অপরাধীর বিরুদ্ধে অবস্থান নিলে এমন ঘটনা আর কখনো আমাদের এলাকায় ঘটবেনা।
উল্লেখ্য যে, কথিত সোবহান মোল্লা তার চাচা হাজী আয়াছ আলীকে প্রায় দুই মাস আগে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে গত বুধবার চাচা আয়াছ আলীর বসতঘর ভেঙ্গে মালামাল ও বাড়ীর গাছপালা কেটে বিক্রি করে দেয়। এমন অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত সোবহান মোল্লাসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !