স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ৮ জন বাসিন্দা সহ ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত সরকার। শনিবার বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদেরকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর এলাকার নোম্যান্স ল্যান্ডে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ ও আসাম পুলিশ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সরাসরি তাদেরকে ভারতের সুতারকান্দি স্থলবন্দরে নিয়ে আসেন। এরপর বিজিবি’র সাথে যোগাযোগ করে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের শেওলা স্থলবন্দর এর নোম্যান্স ল্যান্ডে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন-
ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার মাতারগ্রাম এলাকার মৃত আনফর আলীর পুত্র মোঃ আব্দুল ওয়ালিদ, বাখরশাল এলাকার আব্দুল নুরের পুত্র মোঃ সাবেল আহমদ, মাইজকান্দি এলাকার ফজলু মিয়ার পুত্র রাজু আহমদ, শরীফগঞ্জ এলাকার আব্দুস সাত্তারের পুত্র শামীম আহমদ, কাশিরচক এলাকার আব্দুল শুকুরের পুত্র বাবুল আহমদ, নয়াগ্রাম এলাকার তইমুজ আলীর পুত্র রুবেল আহমদ, পীরচক এলাকার ওয়াতির আলীর পুত্র দেলোয়ার হোসেন, বাঙ্গালী পাড়া এলাকার আব্দুল লতিফের পুত্র নাজিম উদ্দিন আজিম, কানাইঘাট উপজেলার ডোনা এলাকার রাফু মিয়ার পুত্র মোঃ খায়রুল, চান্দুরা এলাকার হারাই মিয়ার পুত্র মামুন আহমদ, বালামপুর এলাকার নুরুল আলমের পুত্র আশরাফুল আলম, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মশারগাও এলাকার আছবর আলীর পুত্র তৌফিক আলী ও সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার মীর মহল্লার মীর আক্কাস আলী পূত্র মীর পাবেল আহমদ।
এছাড়া সিলেট জেলার বাইরের বাসিন্দা টাঙ্গাইল জেলার মির্জাপুর গড়াই এলাকার মৃত সোহরাব আলীর পূত্র মোঃ রমজান আলী, নিতাই পাড়া এলাকার নয়ন মিয়ার স্ত্রী মোছাঃ সাফিয়া বেগম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কানিহার এলাকার ক্ষিরদ কান্তি দাসের পূত্র লিটন কুমার দাস, ময়মনসিংহ জেলার কলমাকান্দা এলাকার মামুন মিয়ার কন্যা জাহিদা বেগম, গোপালগঞ্জ জেলার ননিকহার এলাকার আলী হোসাইনের পুত্র সফিকুল ইসলাম, কাল্গাহুর এলাকার আছদ ফকিরের পুত্র সুমন ফকির ও রংপুর জেলার বইদাখালী এলাকার মৃত খলিল বেপারির পুত্র মোঃ নাসির হোসাইন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, ভারত থেকে ফেরত পাঠানো ২১ বাংলাদেশীর ১৫ জনকে ইতিমধ্যে সুতারকান্দি সীমান্ত থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৫ জন বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের স্বজনদেরকেও খবর পাঠানো হয়েছে। তারা আসার পর স্বজনদের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশীদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বিএসএফ ও পুুলিশের দায়িত্বশীলদের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশীদের বুঝে নেয়া হয়েছে।
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ৮ জন বাসিন্দা সহ ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত সরকার। শনিবার বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাদেরকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর এলাকার নোম্যান্স ল্যান্ডে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ ও আসাম পুলিশ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সরাসরি তাদেরকে ভারতের সুতারকান্দি স্থলবন্দরে নিয়ে আসেন। এরপর বিজিবি’র সাথে যোগাযোগ করে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের শেওলা স্থলবন্দর এর নোম্যান্স ল্যান্ডে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন-
ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার মাতারগ্রাম এলাকার মৃত আনফর আলীর পুত্র মোঃ আব্দুল ওয়ালিদ, বাখরশাল এলাকার আব্দুল নুরের পুত্র মোঃ সাবেল আহমদ, মাইজকান্দি এলাকার ফজলু মিয়ার পুত্র রাজু আহমদ, শরীফগঞ্জ এলাকার আব্দুস সাত্তারের পুত্র শামীম আহমদ, কাশিরচক এলাকার আব্দুল শুকুরের পুত্র বাবুল আহমদ, নয়াগ্রাম এলাকার তইমুজ আলীর পুত্র রুবেল আহমদ, পীরচক এলাকার ওয়াতির আলীর পুত্র দেলোয়ার হোসেন, বাঙ্গালী পাড়া এলাকার আব্দুল লতিফের পুত্র নাজিম উদ্দিন আজিম, কানাইঘাট উপজেলার ডোনা এলাকার রাফু মিয়ার পুত্র মোঃ খায়রুল, চান্দুরা এলাকার হারাই মিয়ার পুত্র মামুন আহমদ, বালামপুর এলাকার নুরুল আলমের পুত্র আশরাফুল আলম, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মশারগাও এলাকার আছবর আলীর পুত্র তৌফিক আলী ও সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার মীর মহল্লার মীর আক্কাস আলী পূত্র মীর পাবেল আহমদ।
এছাড়া সিলেট জেলার বাইরের বাসিন্দা টাঙ্গাইল জেলার মির্জাপুর গড়াই এলাকার মৃত সোহরাব আলীর পূত্র মোঃ রমজান আলী, নিতাই পাড়া এলাকার নয়ন মিয়ার স্ত্রী মোছাঃ সাফিয়া বেগম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কানিহার এলাকার ক্ষিরদ কান্তি দাসের পূত্র লিটন কুমার দাস, ময়মনসিংহ জেলার কলমাকান্দা এলাকার মামুন মিয়ার কন্যা জাহিদা বেগম, গোপালগঞ্জ জেলার ননিকহার এলাকার আলী হোসাইনের পুত্র সফিকুল ইসলাম, কাল্গাহুর এলাকার আছদ ফকিরের পুত্র সুমন ফকির ও রংপুর জেলার বইদাখালী এলাকার মৃত খলিল বেপারির পুত্র মোঃ নাসির হোসাইন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, ভারত থেকে ফেরত পাঠানো ২১ বাংলাদেশীর ১৫ জনকে ইতিমধ্যে সুতারকান্দি সীমান্ত থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৫ জন বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের স্বজনদেরকেও খবর পাঠানো হয়েছে। তারা আসার পর স্বজনদের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশীদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বিএসএফ ও পুুলিশের দায়িত্বশীলদের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশীদের বুঝে নেয়া হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !