স্টাফ রিপোর্টার
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে ব্রিটিশ কাউন্সিল প্রতি বছর সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে থাকে। ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড-২০১৯ সালের পুরস্কারকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন স্থানের মতো জকিগঞ্জে শনিবার দুই দিনের কর্মশালা শেষ হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা শুক্রবার সকালে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় উদ্বোধন করা হয়। ২০১৬ সালে ব্রিটিশ কাউন্সিল স্কুল অনলাইনে নিবন্ধিত জকিগঞ্জের স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ব্রিটিশ কাউন্সিল স্কুল এম্বাসেডর রফিকুল ইসলাম। কর্মশালা সমন্বয় করেন ইয়থ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, সিলেটের সভাপতি মারুফুজ্জামান আমিন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !