স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার চারিগ্রাম (সেলিমপাড়া)’র শাহীন আহমদ ও জেসমিন আক্তারের শিশু পুত্র ইভান আহমদ নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৬ মাস বয়সের ফুটফুটে এই শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেননা। পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বিকালে সবার অগোচরে ঘরের পেছনের পুকুরে গিয়ে পড়ে যায় শিশু ইভান। বেশ কিছু সময় তাকে না পেয়ে অনেক খোজাখুজি করে হঠাৎ পুকুর ঘটে পানিতে তার মৃত দেহ পাওয়া যায়।
জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার চারিগ্রাম (সেলিমপাড়া)’র শাহীন আহমদ ও জেসমিন আক্তারের শিশু পুত্র ইভান আহমদ নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৬ মাস বয়সের ফুটফুটে এই শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেননা। পরিবারের লোকজন জানান, মঙ্গলবার বিকালে সবার অগোচরে ঘরের পেছনের পুকুরে গিয়ে পড়ে যায় শিশু ইভান। বেশ কিছু সময় তাকে না পেয়ে অনেক খোজাখুজি করে হঠাৎ পুকুর ঘটে পানিতে তার মৃত দেহ পাওয়া যায়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !