স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে আটককৃত ৬জন ছাত্রশিবির নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ আটকৃতদের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটের তৃতীয় তলায় জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার লক্ষে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু উগ্র জিহাদী বই ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ৬ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার দুয়ারিমাটি গ্রামের আব্দুল্লাহ’র ছেলে জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন (২২), একই উপজেলার বীরদল গ্রামের মুহিবুল হকের ছেলে তোফায়েল আহমদ (২৩), ঝিঙ্গাবাড়ি গ্রামের মৃত আপ্তাব উদ্দিনের ছেলে কামরুল ইসলাম নাজিম (২৪), জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মারুফ আহমদ (২৩), ঝিঙ্গাবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জামিল আহমদ (কামরুজ্জামান) ও জকিগঞ্জ উপজেলার মুহাম্মদপুর গ্রামের মদরিছ আলীর ছেলে প্রবাসী মাহবুব হোসেন (২৩)। আটকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৬, তারিখ-১২.০২.২০১৮ইং।
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে আটককৃত ৬জন ছাত্রশিবির নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ আটকৃতদের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটের তৃতীয় তলায় জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার লক্ষে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু উগ্র জিহাদী বই ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ৬ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার দুয়ারিমাটি গ্রামের আব্দুল্লাহ’র ছেলে জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন (২২), একই উপজেলার বীরদল গ্রামের মুহিবুল হকের ছেলে তোফায়েল আহমদ (২৩), ঝিঙ্গাবাড়ি গ্রামের মৃত আপ্তাব উদ্দিনের ছেলে কামরুল ইসলাম নাজিম (২৪), জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মারুফ আহমদ (২৩), ঝিঙ্গাবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জামিল আহমদ (কামরুজ্জামান) ও জকিগঞ্জ উপজেলার মুহাম্মদপুর গ্রামের মদরিছ আলীর ছেলে প্রবাসী মাহবুব হোসেন (২৩)। আটকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৬, তারিখ-১২.০২.২০১৮ইং।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !