স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে হাফসা মজুমদার মহিলা কলেজের সম্মুখ থেকে উত্তরমুখী ভরণ সুলতানপুর ভায়া মোকাম মসজিদ রাস্তা পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা মাটি ভরাট ও ইট সলিংয়ের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ৯টি গ্রামের হাজার হাজার মানুষের। ভরণ সুলতানপুর গ্রামের সাহাবুদ্দিন জানান, এ রাস্তাটি দীর্ঘ দিন থেকে মেরামত না হওয়ায় উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। একটি মাত্র রাস্তার জন্য জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ সুলতানপুর, গদিরাশী, হাইল ইসলামপুর, তাজরপাড়া, আনারশী, রহিমখার চক ও তিনঘরিসহ প্রায় ৯টি গ্রামের মানুষ যাতায়াতে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়–য়া শতশত শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচল করতে সীমাহীন দূর্ভোগে পড়ে রাস্তার অজুহাতে স্কুল-কলেজ মাদ্রাসা ফাঁকি দিয়ে থাকে। এনিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করেন। ভরণ সুলতানপুর গ্রামের রাজু আহমদ বলেন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। শুধু তাই নয়, স্থানীয় ঈদগাহ ও ধর্মীয় বিভিন্ন উপসনালয়ে যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসল্লিরাও এ রাস্তার কারণে বর্ষা মৌসুমে বেশ কষ্ট করতে হয়। এ প্রসঙ্গে জকিগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন এ রাস্তার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেন, রাস্তাটি সংস্কারে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আমি অগ্রাধিকার ভিত্তিতে এ রাস্তার ইট সলিংয়ের জন্য প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। বরাদ্ধ পেলে আমি জরুরী ভিত্তিতে রাস্তার কাজ করবো।
জকিগঞ্জে হাফসা মজুমদার মহিলা কলেজের সম্মুখ থেকে উত্তরমুখী ভরণ সুলতানপুর ভায়া মোকাম মসজিদ রাস্তা পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা মাটি ভরাট ও ইট সলিংয়ের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ৯টি গ্রামের হাজার হাজার মানুষের। ভরণ সুলতানপুর গ্রামের সাহাবুদ্দিন জানান, এ রাস্তাটি দীর্ঘ দিন থেকে মেরামত না হওয়ায় উপজেলার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। একটি মাত্র রাস্তার জন্য জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ সুলতানপুর, গদিরাশী, হাইল ইসলামপুর, তাজরপাড়া, আনারশী, রহিমখার চক ও তিনঘরিসহ প্রায় ৯টি গ্রামের মানুষ যাতায়াতে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়–য়া শতশত শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচল করতে সীমাহীন দূর্ভোগে পড়ে রাস্তার অজুহাতে স্কুল-কলেজ মাদ্রাসা ফাঁকি দিয়ে থাকে। এনিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় দিনাতিপাত করেন। ভরণ সুলতানপুর গ্রামের রাজু আহমদ বলেন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। শুধু তাই নয়, স্থানীয় ঈদগাহ ও ধর্মীয় বিভিন্ন উপসনালয়ে যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসল্লিরাও এ রাস্তার কারণে বর্ষা মৌসুমে বেশ কষ্ট করতে হয়। এ প্রসঙ্গে জকিগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন এ রাস্তার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেন, রাস্তাটি সংস্কারে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আমি অগ্রাধিকার ভিত্তিতে এ রাস্তার ইট সলিংয়ের জন্য প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। বরাদ্ধ পেলে আমি জরুরী ভিত্তিতে রাস্তার কাজ করবো।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !