স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত সংবাদকর্মীদের সংগঠন “একটু অন্যরকম” গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “একটু অন্যরকম বাংলা স্কুল” পরিদর্শন করেছেন স্কুলের প্রধান উপদেষ্টা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম জাকির হুসেইন। তিনি ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম রোববার স্কুল চলাকালীন সময়ে স্কুলের কার্যক্রম পরিদর্শনে আসেন এবং স্কুলের প্রসংসনীয় কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে সহযোগীতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি টিভি ওয়ান রির্পোটার আমিরুল ইসলাম বেলাল, সেক্রেটারী বাংলা কাগজ প্রতিনিধি কাবিরুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি রিয়াদ আহাদ, এটিএন বাংলা প্রতিনিধি জয়নাল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি রাজু আহমদ ও স্কুলের শিক্ষিকাবৃন্দ।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের বার্মিংহামের সংবাদ কর্মীদের সংগঠন “একটু অন্যরকম” গ্রুপের উদ্যোগে যাত্রা শুরু করেছে একটি বাংলা স্কুল। নাম দেয়া হয়েছে “একটু অন্যরকম বাংলা স্কুল”। ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠানটি ব্যাপক স্বল্প সময়ে ব্যাপক সাড়া জাগিয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !