আহসান হাবীব লায়েক
জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা বন্ধে সভা করেছে এলাকাবাসী। এনিয়ে শনিবার ব্রাহ্মনগ্রাম, সোবহানপুর, মাজবন্দ, এলংজুরি, সখড়া, হালঘাট, সিরাজপাড়া ও মজলি গ্রামের মুরব্বিদের নিয়ে ব্রাহ্মনগ্রাম ভোট কেন্দ্রে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। বাবুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদর উদ্দিনের সভাপতিত্বে ও রাজনীতিবিদ আব্দুল আহাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং সুলতানপুর ইউপির সাবেক সদস্য আব্দুল মন্নান, জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এখলাছুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীবিদ ইব্রাহীম আলী, চারগাঁও একতা যুব সংগঠনের সভাপতি এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ এমাদ উদ্দিন, এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ফারুক আহমদ ও দাতা সদস্য আব্দুছ ছালাম লায়লন প্রমূখ। সভায় বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ব্রাহ্মনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্থানান্তরের পায়তারা করছেন। এই ভোট কেন্দ্রে স্থানান্তর করলে এলাকার মানুষের ভোট দিতে সমস্যার সৃষ্টি হবে। তারা বলেন, দীর্ঘ ২৫ বছর থেকে এ ভোট কেন্দ্রে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে যাচ্ছে। এলাকার প্রায় ৮৫% ভোটার ভোট কেন্দ্র নির্ধারিত স্থানে বহাল রাখতে চাইলেও কতিপয় লোক দীর্ঘদিন থেকে তা স্থানান্তরের পায়তারা করে আসছে।
এ বিষয়ে ৬নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট প্রদান কালে দাঙ্গা-হাঙ্গার সম্ভাবনা থাকলেও উক্ত ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এলাকার ভোটারগণ তাদের ভোট প্রদান করে আসছেন। কিন্তু এখন এ ভোট কেন্দ্রটি কেন স্থানান্তর করা হবে এ বিষয়ে আমি কিছুই জানি না।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !