স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে দাওয়াতি মিছিল করেছে ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা। পুলিশের কঠোর বাঁধা নিষেধ থাকা সত্ত্বেও মজলিস নেতাকর্মীরা কালিগঞ্জ বাজারে দাওয়াতি মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। শাখা সভাপতি মুহাম্মদ মুজিবুর রাহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. সাইফুর রহমানের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সাবেক সভাপতি আব্দুল হামিদ জালাল, মুহাম্মদ গোলাম কিবরিয়া, জকিগঞ্জ উপজেলা (পুর্ব) শাখা সভাপতি নাঈম উদ্দীন তাপাদার, খেলাফত মজলিস মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পুর্ব) শাখা সেক্রেটারি খালেদ আহমদ, সাবেক সেক্রেটারি সাব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সাবেক সেক্রেটারি মুহাম্মদ ফজলুল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা শেখ আবুল কালাম, এইচ এম আসলাম উদ্দিন হেলালী, সিলেটস্থ ভার্থখলা মাদ্রাসা শাখার সভাপতি ইমদাদুল হক ইমরান, ছাত্র মজলিস নেতা আমিনুল করিম, রায়হান আহমদ, রেদওয়ান হুসেন, মুহিবুর রহমান তারেক ও মারুফ আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !