স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে সিএনজি ফেডারেশন বরইতল শাখার আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা উত্তর সিটির কাউন্সিলর ও রমনা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি এদেশের মেহনতি শ্রমিক। শ্রমিকদের যে কোন সমস্যা জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়ে দেখেন। শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার জনবান্ধন সরকার। এই সরকারের আমল বাংলাদেশের জন্য একটি সোনালী অধ্যায়।
তিনি রোববার বিকালে উপজেলার বরইতল বাজারে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিএনজি শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিরশ্রী ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুল গণি বাহারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ নেতা ওমর ফারুক। প্রধান বক্তার বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য হিরণজিৎ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী হোসেন, কৃষকলীগ নেতা আনোয়ার সিরাজী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাদেকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনাইদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক জাকির হোসাইন, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, শাহরিয়ার তালুকদার বাহার ও সরকারী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুরমান আলী, মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, মুক্তিযোদ্ধা নিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ছকিন আলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, মুক্তিযোদ্ধা ফুরমত আলী, মুক্তিযোদ্ধা ফরিজ উদ্দিন, পৌর যুবলীগের সদস্য আব্দুল বাতিন শামিম, বেলাল আহমদ, নাসির উদ্দিন, অসক শর্মা, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব সাবেল আহমদ, সিনিয়র সদস্য কাওছার আহমদ, সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শুভ, কলেজ ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, জুবের আহমদ, মঞ্জুর আহমদ, জাহাঙ্গীর আলম সাহেদ, শাকিল আহমদ চৌধুরী, উজ্জল আহমদ, তানজিম শাহারিয়ার সাজু, রুহুল আমিন কর্ণেল, সালমান আহমদসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা ছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !