স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ অাঞ্চলিক শাখা জাতীয় যুব সংহতির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রাজা মার্কেট প্রাঙ্গণে রতনগঞ্জ অাঞ্চলিক শাখা যুব সংহতির সাবেক সভাপতি ও কাজলসার ইউপি সদস্য গৌছ উদ্দীন এবং জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সদস্য আবুল কালামের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় যুব সংহতি রতনগঞ্জ আঞ্চলিক শাখার আহবায়ক আব্দুল মুমিন চৌধুরী মুন্নার সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় উলামা পার্টি জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাঈমুল ইসলাম খাঁন। জাতীয় যুব সংহতি রতনগঞ্জ আঞ্চলিক শাখার সদস্য সচিব আজির উদ্দীন ও উপজেলা ছাত্র সমাজের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী।
মরহুম দ্বয়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মস্তাক আহমদ লস্কর, জকিগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক হাসানুল আলম হাসনু, সদস্য সাহাব উদ্দীন সাবু, মানিকপুর ইউনিয়ন যুব সংহতির আহবায়ক আব্দুর রাজ্জাক রুহেল, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি সালমান আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক আফজল হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, মাসুদ আহমদ চৌধুরী ও শাহ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংহতি নেতা শিহাব আহমদ, এনাম আহমদ, আবুল কাশেম, রাসেল আহমদ, রুহেল আহমদ, গুলজার আহমদ, ছাদিক আহমদ, বাহার, বদরুল ও লিটন প্রমুখ।
শোক সভা শেষে মরহুম গৌছ উদ্দীন ও আবুল কালামের পরকালীন জীবনের শান্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শীরণী বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন রতনগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !