স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে প্রবীণ শিক্ষক আব্দুল গফ্ফার (৭০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের সময় সিলেট নগরীর রিকাবী বাজারস্থ আইডিয়াল হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে সহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও অসংখ্য ছাত্র ছাত্রী রেখে যান।
তিনি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করতেন। এক সময় তিনি সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সিলেট নগরীর লামাবাজার এলাকায় পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। এছাড়া তিনি তাঁর গ্রামের বাড়ি কামালপুর গ্রামে অবস্থিত আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাগনা বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাওছার রশীদ বাহার। তবে জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !