আহসান হাবীব লায়েক
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী হাজী খলিলুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জকিগঞ্জ সরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও গুনগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার বাদ জোহর হালঘাট জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে কৃষকলীগ নেতা খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, সুলতানপুর চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি হাজী এম এ ওয়াদুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সুলতানপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসান হাবীব লায়েক প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !