রহমত আলী হেলালী
সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম বলেছেন, মাদক ও জুয়ার সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে পুলিশের কাছে আত্বসমর্পন করলে, তাদেরকে পুলিশের পক্ষ থেকে পুনর্বাসন করা হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ও পুলিশের প্রচেষ্ঠায় জকিগঞ্জে মাদক, জুয়া, চুরি-ছিনতাই, ডাকাতি, জঙ্গিবাদ ও ইফটিজিং থাকবেনা। তিনি ইভটিজিং প্রসঙ্গে বলেন, নারীরা এগিয়ে না গেলে দেশ পিছনে থাকবে। তাই নারীদের চলাচলে কেউ যৌন হয়রানি করলে তাৎক্ষণিক পুলিশ ব্যবস্থা নেবে।
বুধবার বিকালে জকিগঞ্জ থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মোস্তাক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে কাজ করতে হবে। কোন পুলিশ কর্মকর্তার অনিয়ম কিংবা দুর্নীতি ধরা পড়লে তাৎক্ষণিক সিলেট জেলা পুলিশ সুপারকে অবগত করুন। তিনি তার বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের ভূয়সী প্রশংসা করে বলেন, কোন অপরাধীকে তিনি ছাড় দেবেননা। এমনকি কোন পুলিশ কর্মকর্তা অনিয়ম করলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খাঁন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ ও জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী। বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, জকিগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, জকিগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি ইউপি সদস্য শফিউল আলম মুন্না, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, জনগণের পক্ষে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য তুতিউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশ মূখ্য রাজু, জকিগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি কামরুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা শামীম আহমদ, কৃষকলীগ নেতা হোসেন রাজা, কাজলসার ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রোশনা বেগম রফা, সদস্য ফারুক আহমদ, কসকনকপুর ইউনিয়নের সদস্য কবিরুল হাসান, খলাছড়া ইউনিয়নের সদস্য জামাল উদ্দিন ও বাবুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম প্রমূখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুস শাকুর ও গীতা পাঠ করেন জকিগঞ্জ পুজা পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ। অনুষ্ঠানে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবের উত্তর দেন সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !