স্টাফ রিপোর্টার
মেধাবী মুখ খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থার মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। সংস্থাটি প্রথমবারের মতো পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল-ফালাহ্ একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আজিজুর রহমান খাঁন। বৃত্তি পরীক্ষা চলাকালিন হল পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ খাঁন, প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান খাঁন, সাবেক প্রধান শিক্ষক বদরুদ্দিন খাঁন, লুৎফুর রহমান খাঁন, বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান মকু ও শিক্ষক আহমদ হাসান কাজিম প্রমূখ।
পরিদর্শন শেষে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী প্রবাসীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা এ ধরণের মহৎ কার্যক্রম অব্যাহত রাখলে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !