স্টাফ রিপোর্টার
শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের আওতায় নেটিজেন আইটি লিমিটেডের সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার প্রথম ডিজিটাল ক্যাডেট মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করছে দারুল আযকার ক্যাডেট মাদ্রাসা। এ ব্যাপারে নেটিজেন আইটি লিমিটেডের সাথে শনিবার মাদ্রাসা কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর ও উদ্ভোবনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা মখদ্দছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাজহারুল হক ও নেটিজেন আইটির স্থানীয় প্রতিনিধি মোঃ শাহাদাত হোসাইন খান রেজা, দারুল আযকার ক্যাডেট মাদ্রাসার মুহতমিম মাওলানা আব্দুর রহিম, দারুল আযকার ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, শিক্ষা সচিব শাব্বির আহমদ, সহকারী শিক্ষক মাষ্টার জামিউল আম্বিয়া রশিদী, মাওলানা জাবেদ আহমদ খান, মাওলানা আবুল কালাম, মাওলানা আশরাফ হোসাইন মামুন ও অন্যান্য শিক্ষক ও অভিবাবকবৃন্দ।
অনুষ্ঠানে অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের উদ্দ্যোগকে স্বাগত জানান। নেটিজেন আইটির মোঃ শাহাদাত হোসাইন খান রেজা জানান, বিজয় সফটওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বারের স্বপ্ন শিক্ষার ডিজিটাল রূপান্তর। এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে নেটিজেন আইটি। অধিভুক্ত মাদ্রাসায় এ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট এডমিশন, স্টুডেন্ট গার্ডিয়ান প্যানেল, স্টুডেন্ট ও টিচার প্রোফাইল, স্টুডেন্ট এটেন্ডেন্স, টিচার ও স্টাফ এটেন্ডেন্স, কমিটি/গভনিং বডি, ক্লাস ও এক্সাম রুটিন, আইডি কার্ড (রেডি ডাটা), এডমিট কার্ড ও সিট প্লান, অনলাইন নোটিশ, একাডেমিক ক্যালেন্ডার, এসএমএস (ক্লাসিফাইড ও বাল্ক), এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, স্টুডেন্ট একাউন্টস ( ইন্টিপ্রেটেড), পে স্লিপ ও পে রোল, জেনারেল একাউন্টস (প্রফেশনাল), ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড), মাল্টি ব্রাঞ্চ মেইনটেইন, লাইভ ট্রেনিং ও ভিডিও টিউটোরিয়াল সুবিধা পাবেন।
শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের আওতায় নেটিজেন আইটি লিমিটেডের সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার প্রথম ডিজিটাল ক্যাডেট মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করছে দারুল আযকার ক্যাডেট মাদ্রাসা। এ ব্যাপারে নেটিজেন আইটি লিমিটেডের সাথে শনিবার মাদ্রাসা কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর ও উদ্ভোবনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা মখদ্দছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাজহারুল হক ও নেটিজেন আইটির স্থানীয় প্রতিনিধি মোঃ শাহাদাত হোসাইন খান রেজা, দারুল আযকার ক্যাডেট মাদ্রাসার মুহতমিম মাওলানা আব্দুর রহিম, দারুল আযকার ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, শিক্ষা সচিব শাব্বির আহমদ, সহকারী শিক্ষক মাষ্টার জামিউল আম্বিয়া রশিদী, মাওলানা জাবেদ আহমদ খান, মাওলানা আবুল কালাম, মাওলানা আশরাফ হোসাইন মামুন ও অন্যান্য শিক্ষক ও অভিবাবকবৃন্দ।
অনুষ্ঠানে অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের উদ্দ্যোগকে স্বাগত জানান। নেটিজেন আইটির মোঃ শাহাদাত হোসাইন খান রেজা জানান, বিজয় সফটওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বারের স্বপ্ন শিক্ষার ডিজিটাল রূপান্তর। এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে নেটিজেন আইটি। অধিভুক্ত মাদ্রাসায় এ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট এডমিশন, স্টুডেন্ট গার্ডিয়ান প্যানেল, স্টুডেন্ট ও টিচার প্রোফাইল, স্টুডেন্ট এটেন্ডেন্স, টিচার ও স্টাফ এটেন্ডেন্স, কমিটি/গভনিং বডি, ক্লাস ও এক্সাম রুটিন, আইডি কার্ড (রেডি ডাটা), এডমিট কার্ড ও সিট প্লান, অনলাইন নোটিশ, একাডেমিক ক্যালেন্ডার, এসএমএস (ক্লাসিফাইড ও বাল্ক), এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, স্টুডেন্ট একাউন্টস ( ইন্টিপ্রেটেড), পে স্লিপ ও পে রোল, জেনারেল একাউন্টস (প্রফেশনাল), ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড), মাল্টি ব্রাঞ্চ মেইনটেইন, লাইভ ট্রেনিং ও ভিডিও টিউটোরিয়াল সুবিধা পাবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !