স্টাফ রিপোর্টার
মাস দুয়েক আগেও যে ছেলেটি হাসিমাখা মুখ ও প্রাণোচ্ছ্বলভাবে বন্ধুদের আড্ডার মধ্যমণি হয়ে মাদ্রাসায় চষে বেড়িয়েছে, সে এখন মৃত্যুর পথযাত্রী। তার চোঁখে মুখে বাঁচার আকুতি থাকলেও অর্থাভাবে অনেকটা মরণশয্যায় প্রহর গুনছে।মরণব্যাধী ব্ল্যাড ক্যানসারে সে তিলে তিলে জীবন প্রদীপ হারাতে বসেছে।
ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত শিশু সারওয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নানের ছেলে। মাত্র ১২ বছর বয়সের সারওয়ার হোসেন উপজেলার জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দির ছাফেলা আউয়াল (ষষ্ঠ শ্রেণি) 'র ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সারওয়ার হোসেনকে সুস্থ করে তুলতে ইতোমধ্যে কয়েক লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সারওয়ার হোসেনকে সুস্থ করে তুলতে আরোও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। এমতাবস্থায়, তার বাবা একজন কওমী মাদ্রাসা শিক্ষকের পক্ষে তা সেরে উঠা সম্ভব হচ্ছেনা। চিকিৎসা ব্যায় নির্বাহ করতে না পারায় সারওয়ার হোসেন এখন মৃত্যুর মুখোমুখি। অথচ শিশু সারওয়ার এখনো মনে করে সে সুস্থ হয়ে আগের মতো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেবে। পড়া-লেখা করে একজন বড় আলেম হবে। কিন্তু তার ভাগ্যে কি আছে তা কেউ বলতে পারছেন না। অনেকটা অর্থাভাবে মৃত্যুর পথযাত্রী সারওয়ার হোসেনকে বাঁচাতে তার বাবা হাড়িকান্দি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান সকল বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ছেলেকে সুস্থ করে তুলতে আমি যেটুকু অর্থবিত্ত ছিল তা শেষ করে দিয়েছি। এখন আমার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।
সার্বিক যোগাযোগ সারওয়ারের মামা
মাওলানা মাশহুদুর রহমান মোবাইল: ০১৭৩২ ৫২০০৩৯।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !