স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমি বাংলাদেশে আসছেন যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য তামিম আহমদ অমি। তিনি আগামী ১৩ ডিসেম্বর, বুধবার, দুপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শেখ আব্দুল করিম।
তিনি জানান, তামিম আহমদ অমি দেশে অবস্থানকালীন সময়ে সিলেট ছাত্রলীগের সভা-সমাবেশ ছাড়াও জকিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এদিকে তামিম আহমদ অমির আগমন উপলক্ষে সিলেট ছাত্রলীগ সহ জকিগঞ্জ ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক প্রচার প্রচারণা। পাশাপাশি প্রিয় নেতাকে অভিনন্দন জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে স্থানীয় ছাত্রলীগ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !