রহমত আলী হেলালী
সিলেট জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী জকিগঞ্জ উপজেলা প্রশাসনে দীর্ঘদিন থেকে শতাধিক কর্মকর্তা কর্মচারীর পদ খালি থাকায় দৈনন্দিন কার্যক্রমে হিমশিম খাচ্ছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মকর্তার পদ খালি থাকায় প্রশাসনিক কার্যক্রমে অনেকটা স্থবিরতা বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল হক মন্ত্রণালয়ে ন্যাস্ত হওয়ার সুবাদে অক্টোবর মাসের প্রথম সাপ্তাহে এখান থেকে চলে যান। এখনো এ পদে কেউ যোগদান করেননি। দীর্ঘদিন থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার মতো গুরত্বপূর্ণ পদ খালি রয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার ২০টি পদের মধ্যে ১৩টি পদই খালি রয়েছে। সহকারী শিক্ষা অফিসারের ৪টি পদ খালি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অফিস সুপারের ১টি, সাঁটমুদ্রাক্ষরিকের ১টি, অফিসহকারি কাম মুদ্রাক্ষরিকের ২টি, প্রসেস সার্ভেয়ারের ১টি, উপজেলা ভূমি অফিসে কানুনগোর ১টি, অফিস সহকারির ৩টি, জারিকারকে ১টি, চেইনম্যানের ১টি পদ খালি রয়েছে। উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ২টি, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১টি, উপ-সহকারি কর্মকর্তার ১৩টি, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তার ১টি, অফিসহকারী ১টি, গার্ড ১টি সহ ১৯টি পদ খালি রয়েছে। উপসহকারী প্রকৌশলী ১টি, নক্সাকার উপ-সহকারী প্রকৌশলী ১টি,সার্ভেয়ার ১টি, কার্যসহকারী ৪টি, হিসারক্ষক ১টি, অফিস সহকারী ১টি, কমিউনিটি র্অর্গানাইজার ১টি, ইলেকট্রিশিয়ান ১টি সহ উপজেলা প্রকৌশল কার্যালয়ে ১১টি পদ খালি রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহাদাত হোসেন ভূইয়া বদলী হওয়ার পর থেকেই পদটি খালি রয়েছে। এ অফিসের অফিস সহকারীর পদটিও খালি। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে ক্রেডিপ সুপার ভাইজারের ১টি, অফিস সহকারীর ১টি, অফিস সহায়কের ২টি পদ খালি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের ১১টি পদের মধ্যে ৭টি খালি, ৩ বছর ধরে বেটেনারী সার্জন নেই। প্রাণী সম্পদ মাঠকর্মীর ২টি, প্রাণী সম্পদ সহকারীর ১টি, কম্পাউন্ডারের ১টি, কৃত্রিম প্রজনন কর্মীও ১টি ও ড্রেসারের ১টি পদ খালি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস গত বছর বদলী হবার পর থেকে পদটি খালি। সমাজসেবা অফিসে উচ্চমান সহকারীর ১টি, ইউনিয়ন সমাজকর্মীও ৩টি, অফিস সহকারীর ১টি, কারিগরি প্রশিক্ষকের ২টি, অফিস সহায়কের ১টি পদ খালি। হাওর ও জলাশয় অধ্যুষিত জকিগঞ্জে উপজেলা মৎস্য অফিসারের পদটি ২০১০ সাল থেকে খালি। মাঝে ফেরদৌস আনসারী নামে এক কর্মকর্তা এসে ছিলেন মাত্র ৫ মাস। আবু তাহের চৌধুরী এ পদে বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসে জুনিয়র অডিটরের ৩টি ও টাইপিস্টের একটি পদ খালি। উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসারের ৪টি পদ বহুদিন ধরেই খালি। এ অফিসে অফিস সহকারীর ১টি, উচ্চমান সহকারীর ১টি ও অফিস সহায়কের একটি পদ খালি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে হিসাবরক্ষক ও গার্ডের পদ খালি। উপজেলা সমবায় অফিসে সহকারী পরিদর্শকের ২টি, যুব উন্নয়ন অফিসে ক্রেডিট সুপার ভাইজারের ১টি, ক্যাশিয়ারের ১টি, অফিস সহকারীর ১টি পদ খালি। উপজেলা পরিসংখ্যান অফিসারের পদটি প্রায় ২০ বছর ধরে খালি। জুনিয়র পরিসংখ্যানের পদেও লোক না থাকায় উপজেলার বিভিন্ন তথ্য পেতে খুবই সমস্যা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ফেঞ্চুগঞ্জের কর্মকর্তা আজাদ কাজী। এ অফিসে উপ-সহকারী প্রকৌশলীর ১টি, সহকারী ইঞ্জিনিয়ারের ১টি, নলকূপ মেকানিকের ৩টি, অফিস সহায়কের ১টি, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারীর ১টি, মাঠসহকারীর ৩টি ও কম্পিউটার অপারেটরের ১টি পদ খালি। প্রায় দুই বছর ধরে খালি রয়েছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার পদটি। এ অফিসে উপজেলা প্রশিক্ষক (মহিলা) পদটিও খালি। এতেই শেষ নয় উপজেলা প্রশাসনের শতাধিক পদ খালি থাকার পরও জকিগঞ্জ উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটিতে কর্মকর্তা কর্মচারীর ৫০টি পদ খালি রয়েছে। উপজেলা মেডিকেল অফিসার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মতো গুরুত্বপূর্ণ ছাড়াও চিকিৎসকের ৬টি, সেবিকার ৩টি পদ প্রায় ১০ বছর থেকে খালি রয়েছে। ফার্মাসিস্টের চারটি পদের সবগুলোই প্রায় ৩ বছর থেকে খালি। ঝাড়–দারের ৫টি পদের মধ্যে ৩টি পদই খালি। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৬টি, স্বাস্থ্য সহকারীর ১৬টি পদ ও পরিচ্ছন্নতাকর্মীর ৩টি পদ খালি। কাগজে কলমে গাইনী চিকিৎসক থাকলেও ডা. সায়েকা রেহনুমা সম্প্রতি জকিগঞ্জে সকালে যোগদান করে বিকালে প্রেষণে বদলী হয়ে যান সিলেটে। প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো. সেলিম উল্লাহ সিলেটে রয়েছেন প্রেষণে। এছাড়া জকিগঞ্জে ফায়ার স্টেশন কর্মকর্তার পদ খালি রয়েছে। জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে প্রাপ্ততা অনুসারে জুনিয়র ইঞ্জিনিয়ারের ১টি, অয়ারিং ইন্সপেক্টরের ১টি, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটরের ১টি ও সহকারী কাম একাউনটেন্টের ১টি পদ শূন্য রয়েছে বলে জানান ডিজিএম ইছহাক আলী। জকিগঞ্জ কাস্টমস অফিসে সহকারি রাজস্ব কর্মকর্তার ৩টি, উপ পরিদর্শকের ২টি, কম্পিউটার অপারেটরের ১টি পদ শূন্য রয়েছে। অপরদিকে জকিগঞ্জ সরকারি কলেজে গণিতের প্রভাষকসহ অফিস সহায়কের চারটি পদ খালি। জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ২৮টি পদের ২৪টিই খালি। জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি এবং পুরো উপজেলায় ৬৪টি প্রধান শিক্ষকসহ ১৩৮টি শিক্ষকের পদ খালি রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, সীমান্তবর্তী ও দূরের উপজেলায় চাকরি করাকে অনেক শাস্তিমূলক মনে করেন। তাই কর্মকর্তা ও কর্মচারীরা এখানে থাকতে চান না। ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
তবে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলা প্রশাসনের সরকারী খালি পদগুলো পূরনের নিমিত্তে ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের জন্য আমরা মৌখিকভাবে জানিয়েছি। বিশেষ করে হাসপাতালের ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও প্রেষণে বদলী বাতিলের জন্য যোগাযোগ করেছি। দূরবর্তী এই উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে অবিলম্বে খালি পদ পূরণ করার দাবী জানাচ্ছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !