স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি'র প্রিন্সিপাল মাওলানা হাফিজ এনামুল হকের মাতা আর নেই । তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ১১ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আগামী কাল বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জের মুনশিবাজারস্থ আল্লামা আবদুল গাফ্ফার মামরখানী রহ. একাডেমী মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছেন মরহুমার ছেলে মাওলানা হাফিজ এনামুল হক।
এদিকে জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি'র প্রিন্সিপাল ও খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা হাফিজ এনামুল হকের মায়ের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি'র নির্বাহী মুহতামীম মাওলানা হাফিজ সিদ্দিকুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি শামছুল ইসলাম খসরু, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বীর, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, খেলাফত মজলিস নেতা আব্দুল হামিদ জালাল, শ্রমিক মজলিস নেতা মাওলানা হোসাইন আহমদ, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী ও কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !