স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন কুলনদী মৎস্য অভায়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা মাছ শিকার। মঙ্গলবার সকালে নদীতে হাতজাল দিয়ে মা মাছ শিকার করার সময়ে উপজেলা মৎস্য অফিসার আবু তাহের চৌধুরী ও কুলনদী মৎস্য অভায়শ্রম কমিটির সদস্যরা এমনি এক মাছ শিকারীকে আটক করেন। সরেজমিনে গিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল করীম জকিগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে পশ্চিম গোটারগ্রামের মৃত সোনারাম দাসের ছেলে দিপু রাম দাসকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের সাজা প্রদান করেন। এলাকাবাসী জানান, দিপু রাম দাস সহ কিছু সংখ্যক উৎশৃংখল লোক এই অভায়শ্রম হওয়ার পর থেকে মাছ নিধন করে যাচ্ছে। কেউ কিছু বললে, নিজেকে মৎস্যজীবি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে হুমকি ধমকি দিয়ে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর বলেন, দীপু বিশ্বাস সহ এলাকার ১০/১২ জন লোক এই মৎস্য অভায়শ্রমটি হরিলুট করে যাচ্ছে। এনিয়ে এলাকায় বার বার বৈঠক করে তাদের সতর্ক করে দিলেও তারা কারও কথায় কর্ণপাত করেনি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !