স্টাফ রিপোর্টার
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বৃহত্তর কালিগঞ্জ এলাকার বিশ্বের সকল প্রবাসীদের নিয়ে বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ অক্টোবর অনলাইন যোগাযোগের অন্যতম মাধ্যম স্কাইপে সংগঠনের অন্যতম উদ্যাক্তা গ্রীস প্রবাসী কাজী আব্দুল হামিদ সুমনের সভাপতিত্বে ও ইংল্যান্ড প্রবাসী আশরাফুর রাহমানের পরিচালনায় এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরীকে আহবায়ক, গ্রীস প্রবাসী কাজী আব্দুল হামিদ সুমন, কানাডা প্রবাসী ইকবাল আহমদ ও ইংল্যান্ড প্রবাসী আশরাফুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাছান আহমদ চৌধুরী (তোফখানা), যুক্তরাষ্ট্র প্রবাসী ফেরদৌস আহমদ (রসুলপুর), স্পেন প্রবাসী আলম উদ্দিন (খলাদাপনিয়া), বাহরাইন প্রবাসী মোস্তাক আহমদ (মানিকপুর), ব্রাজিল প্রবাসী শিহাব উদ্দিন (মুহাম্মদপুর), কানাডা প্রবাসী কাজী আব্দুল মুহিত (মাতারগ্রাম), ফ্রান্স প্রবাসী রুহুল আমীন (খলাদাফনিয়া), কানাডা প্রবাসী কয়েছ উদ্দিন (খলাদাপনীয়া) বাংলাদেশ অবস্থানরত কামরুল ইসলাম (মানিকপুর) পর্তুগাল প্রবাসী আব্দুল গাফ্ফার শাহীন (কসকনকপুর), যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন (হাতিডহর), যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়ছল আহমদ (রসুলপুর), ইতালী প্রবাসী ফয়েজ আহমদ (রসুলপুর), ইতালী প্রবাসী আইনুল হক (মুহাম্মদপুর), সৌদিআরব প্রবাসী আলমগীর আলম (মুহাম্মদপুর), বাংলাদেশে অবস্থানরত জামাল উদ্দিন চৌধুরী (খলাদাফনিয়া), প্রবাসী সৌদিআরব কাজী বাবরুল হোসেন (মাতারগ্রাম), যুক্তরাষ্ট্র প্রবাসী সদরুল আলম চৌধুরী লিমন (রসুলপুর), বাংলাদেশে অবস্থানরত কাজী তহের মোস্তফা (কলাকুটা), বাংলাদেশে অবস্থানরত মুজতবা শাহরীয়ার আরিফ (মানিকপুর), পর্তুগাল প্রবাসী বাপ্পী শাহরিয়ার চৌধুরী (খলাদাপনীয়া), যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মাসুদ (মানিকপুর), যুক্তরাষ্ট্র প্রবাসী সুমন রাজা চৌধুরী (খলাদাফনিয়া), যুক্তরাজ্য প্রবাসী নাজিম উদ্দিন (হাজারীবাগ) যুক্তরাজ্য প্রবাসী আফজল আহমদ চৌধুরী (রসুলপুর), যুক্তরাজ্য প্রবাসী ফয়ছল আহমদ তাপাদার (কসকনকপুর) ও যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন উদ্দিন তাপাদার (হাতিডহর)। এ কমিটি আগামী ৯০ দিনের মধ্য সংগঠনের একটি গঠনতন্ত্র তৈরি সহ সংগঠনের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্য একটি সুন্দর ও পুর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করবে। এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ইফজাল চৌধুরীর বলেন, এলাকার প্রত্যেক প্রবাসী সর্বনি¤œ ১০ হাজার টাকা করে সদস্য ফি সংস্থার আল আরাফা ব্যাংকের নির্ধারিত একাউন্টে জমা দিয়ে সদস্য হতে হবে। এ সংগঠনে ৫০০ জন সদস্য করার টার্গেট রয়েছে। সংগঠনের সকল সদস্য প্রথমত এলাকার শিক্ষা ও চিকিৎসার উপর গুরুত্বারোপ করা ছাড়াও অসহায় মানুষকে সেবা দানে মনোনিবেশ করার লক্ষে এ সংগঠনের যাত্রা।
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বৃহত্তর কালিগঞ্জ এলাকার বিশ্বের সকল প্রবাসীদের নিয়ে বৃহত্তর কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ অক্টোবর অনলাইন যোগাযোগের অন্যতম মাধ্যম স্কাইপে সংগঠনের অন্যতম উদ্যাক্তা গ্রীস প্রবাসী কাজী আব্দুল হামিদ সুমনের সভাপতিত্বে ও ইংল্যান্ড প্রবাসী আশরাফুর রাহমানের পরিচালনায় এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরীকে আহবায়ক, গ্রীস প্রবাসী কাজী আব্দুল হামিদ সুমন, কানাডা প্রবাসী ইকবাল আহমদ ও ইংল্যান্ড প্রবাসী আশরাফুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাছান আহমদ চৌধুরী (তোফখানা), যুক্তরাষ্ট্র প্রবাসী ফেরদৌস আহমদ (রসুলপুর), স্পেন প্রবাসী আলম উদ্দিন (খলাদাপনিয়া), বাহরাইন প্রবাসী মোস্তাক আহমদ (মানিকপুর), ব্রাজিল প্রবাসী শিহাব উদ্দিন (মুহাম্মদপুর), কানাডা প্রবাসী কাজী আব্দুল মুহিত (মাতারগ্রাম), ফ্রান্স প্রবাসী রুহুল আমীন (খলাদাফনিয়া), কানাডা প্রবাসী কয়েছ উদ্দিন (খলাদাপনীয়া) বাংলাদেশ অবস্থানরত কামরুল ইসলাম (মানিকপুর) পর্তুগাল প্রবাসী আব্দুল গাফ্ফার শাহীন (কসকনকপুর), যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন (হাতিডহর), যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়ছল আহমদ (রসুলপুর), ইতালী প্রবাসী ফয়েজ আহমদ (রসুলপুর), ইতালী প্রবাসী আইনুল হক (মুহাম্মদপুর), সৌদিআরব প্রবাসী আলমগীর আলম (মুহাম্মদপুর), বাংলাদেশে অবস্থানরত জামাল উদ্দিন চৌধুরী (খলাদাফনিয়া), প্রবাসী সৌদিআরব কাজী বাবরুল হোসেন (মাতারগ্রাম), যুক্তরাষ্ট্র প্রবাসী সদরুল আলম চৌধুরী লিমন (রসুলপুর), বাংলাদেশে অবস্থানরত কাজী তহের মোস্তফা (কলাকুটা), বাংলাদেশে অবস্থানরত মুজতবা শাহরীয়ার আরিফ (মানিকপুর), পর্তুগাল প্রবাসী বাপ্পী শাহরিয়ার চৌধুরী (খলাদাপনীয়া), যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মাসুদ (মানিকপুর), যুক্তরাষ্ট্র প্রবাসী সুমন রাজা চৌধুরী (খলাদাফনিয়া), যুক্তরাজ্য প্রবাসী নাজিম উদ্দিন (হাজারীবাগ) যুক্তরাজ্য প্রবাসী আফজল আহমদ চৌধুরী (রসুলপুর), যুক্তরাজ্য প্রবাসী ফয়ছল আহমদ তাপাদার (কসকনকপুর) ও যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন উদ্দিন তাপাদার (হাতিডহর)। এ কমিটি আগামী ৯০ দিনের মধ্য সংগঠনের একটি গঠনতন্ত্র তৈরি সহ সংগঠনের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্য একটি সুন্দর ও পুর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করবে। এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ইফজাল চৌধুরীর বলেন, এলাকার প্রত্যেক প্রবাসী সর্বনি¤œ ১০ হাজার টাকা করে সদস্য ফি সংস্থার আল আরাফা ব্যাংকের নির্ধারিত একাউন্টে জমা দিয়ে সদস্য হতে হবে। এ সংগঠনে ৫০০ জন সদস্য করার টার্গেট রয়েছে। সংগঠনের সকল সদস্য প্রথমত এলাকার শিক্ষা ও চিকিৎসার উপর গুরুত্বারোপ করা ছাড়াও অসহায় মানুষকে সেবা দানে মনোনিবেশ করার লক্ষে এ সংগঠনের যাত্রা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !