স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় (শাবি)তে অধ্যয়নরত জকিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা শনিবার জকিগঞ্জ সরকারি কলেজ ও ইছামতি ডিগ্রী কলেজে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সেমিনার করেছে। শাবিতে অধ্যায়নরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন অব সাস্ট’ এ আয়োজন করে। সংগঠনের সভাপতি তানভীর আল হাসান জানান, শাবিতে কর্মরত জকিগঞ্জের কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জকিগঞ্জ সরকারি কলেজ ও ইছামতি ডিগ্রী কলেজে উদ্বুদ্ধকরণ সেমিনার করা হয়েছে। এ সেমিনারে উচ্চ শিক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে। বিকেলে সংস্থার সদস্যরা জকিগঞ্জের কাস্টমসঘাটের সৌন্দর্য উপভোগ করেন। সন্ধ্যায় তারা জকিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ নিউজ সম্পাদক সহকারি অধ্যাপক আল মামুন ও সংবাদকর্মী মেহেদী হেলাল তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন শাবির নির্বাহী প্রকৌশলী আব্দুল করিম, সহকারি রেজিস্টার ফয়সল আহমদ, প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা ময়নুল হক চৌধুরী, জেডএসওর সাবেক সহসভাপতি ব্যাংকার আকবর হোসেন, সাবেক আহবায়ক ব্যাংকার হোসাইন আহমদ, সাবেক সভাপতি ব্যাংকার কয়েস আহমদ, সাবেক সভাপতি আহসান হাবীব মারুফ, বর্তমান সভাপতি তানভীর আল হাসান, সাবেক সহসভাপতি গোলাম রাব্বানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, শাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি স্বপন আহমদ, ইমরান আহমদ চৌধুরী, তানজিম আহমদ, আব্দুল্লাহ, সাইফুর রহমান মাসুম, খালেদুর রহমান, হারুনুর রশিদ জুয়েল, রেদওয়ান আহমদ, তরিকুল ইসলাম, ফাহিমা বেগম, গাউসুল আজম, তানজিদা তানিয়া, বখতিয়ার উদ্দিন, সঞ্জয় দাস, আফসানা সুমা, স্বর্ণা রায়, মাহিন আহমদ চৌধুরী, আলী আকবর চৌধুরী (কদর) ও আনোয়ার হোসেন প্রমূখ। শাবির কর্মকর্তারা এ সময় বলেন, জেডএসওর সদস্যরা জকিগঞ্জের শিক্ষার উন্নয়নে কাজ করছে। জকিগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিতে সবাইকে চেষ্টা করার আহবান জানান তারা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !