
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ডেমারগ্রামের আবুল হোসেন আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’বারের প্রতিদ্বন্দ্বিতাকারী সমাজসেবী ও শিক্ষানুরাগী আবুল হোসেন ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, সাবেক চেয়ারম্যান এম. এ. রশীদ বাহাদুর, এডভোকেট মোস্তাক আহমদ, জহুরুল হক খসরু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মনি, সংবাদকর্মী মেহদী হেলাল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, সোমবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আবুল হোসেন ইন্তেকাল করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !