স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে ছয়ফুল আলম (১৮) নামের এক কলেজ ছাত্র নিখোঁজের দু'দিন পর তার বাড়ির পাশের খাদে লাশের সন্ধান পাওয়া গেছে। সে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের পূত্র ও ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সুত্রে জানাগেছে, ছয়ফুল আলম শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। সোমবার সকালে লোকজন স্থানীয় দিঘীর একটি খাদে দূর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে ছয়ফুল আলমে মাটি চাঁপা লাশ দেখতে পান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, আমি এখন ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষনিক কিছু বলা যাচ্ছেনা। পুলিশ এসে লাশ উদ্ধার করলে বিস্তারিত জানা যাবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !